বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

poem

  wØZxq we‡q
hvhvei knx`yjøvn
বৃদ্ধ বয়সে মাদবর সাহেব করলেন দ্বিতীয় বিয়ে,
সুখেই যাচ্ছিল বৃদ্ধের দিন সুন্দরী স্ত্রীকে নিয়ে.
এক দিন মাদবর সাহেবের কঠিন অসুখ হলো,
চিকিত্সা করতে গ্রামের ডাক্তার,কবিরাজ অনেকেই এলো.
ডাক্তার সাহেব গুপনে মাদবর সাহেবের স্ত্রীকে বললেন,
আপনার স্বামী অল্প দিনের মধ্যে মারা যাবেন
ডাক্তারের কথা শুনে স্ত্রী স্বামীকে বলল কান্নার সুরে
আমার কি উপায় হবে তুমি যদি যাও মরে
বৃদ্ধ বলল,তুমি সুখেই থাকবে আমি মরে গেলে,
আমার রেখে যাওয়া সম্পদে তোমার জীবন যাবে চলে
স্ত্রী বলল, কথা নয়, আরো কথা আছে
ওগো,তুমি সেই কথা বলে যাও আমার কাছে
বৃদ্ধ বুঝতে পারল,যুবতী স্ত্রীর কথা শুনে
যৌবনের জোয়ার এখনো দোলা দেয় স্ত্রীর মনে
বৃদ্ধি স্বামী বলল,আমি যদি যাই মরে,
তুমি চলে যেও আর একটা বিয়ে করে
মৃত্যুর পথ যাত্রী স্বামীর কথা শুনে
সুখের দোলা লাগলো যুবতী স্ত্রীর মনে
স্ত্রী বলল,এতক্ষণে আমার মনের কথা বলেছ তুমি
সংসার জীবনের যত কষ্ট সব ভুলে যাব আমি.